প্রতিটি নারী ও শিশু যথোপযুক্ত চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রাখে। আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে তা সকলের কাছে সহজলভ্য করা।
আরো দেখুন
আমাদের হাসপাতালে আর্থিক সামর্থ্য বিবেচনা করে রুগীদের চিকিৎসায় আমরা পার্থক্য করি না। আমাদের অনেক রুগী বা রুগীদের বাবা মা আছেন যারা নিজেদের অথবা তাদের সন্তানদের চিকিৎসা করানোর ক্ষমতা রাখেন না। আমরা ঐ সকল রুগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে আমাদের সাধ্যমত চেষ্ঠা করে থাকি। আপনিও এইসব রুগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার মত মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।
আপনার এই সহায়তা অসুস্থ রুগীদের স্বাস্থ্য ফিরে পেতে অনবদ্য অবদান রাখতে পারে। আপনার আর্থিক সহায়তার পুরোটাই আমরা অসামর্থ্য রুগীদের চিকিৎসা ব্যয় বহনে অথবা হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয়ে বহন করে থাকি। আপনি একবারে অথবা মাসিক/ত্রৈমাসিক ভিত্তিতে দান করতে পারেন। সকলের সামান্য অবদান একত্রিত হয়ে বড় কিছু করতে সহায়তা করে।
করদাতার সনাক্তকরণ নম্বর (টিআইএন): ২৬৯৭৪৯৯৩৩১২২