১ম ও ২য় মার্চ, ২০২৩ইং তারিখে Mamms Institute-এর অধ্যাপক সায়েবা আক্তার কর্তৃক পরিচালিত ফিস্টুলা এবং ফিমেল পেলভিক ফ্লোর রিকনস্ট্রাকশন সার্জারীর জন্য গাইনোকোলজিষ্টদের সিসটোসকপি প্রশিক্ষণে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডাঃ আনজুমান আরা রিতা, অধ্যাপক (চলতি দায়িত্ব) এবং ডাঃ বেগম শামসুন নাহার কনা, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ অংশ গ্রহণ করেন।