যে শান্ত হোল্ডিংস লিলিটেড, আমাদের হাসপাতালের মুল প্রতিষ্ঠাতা বাংলাদেশ সাসটেইটেলবলিটে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩ - এ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জন্য 'বেস্ট সি এস আর ইন হেলথ কেয়ার ' পুরষ্কার পেয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত অত্র হাসপাতালটি একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান যা সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অত্যাধুনিক সুবিধা যেমন আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ডায়গনিস্টিক ল্যাব, ইমার্জেন্সি উইং এবং আরও অনেক কিছু দিয়ে সজ্জিত যা আমাদের রোগীদের সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে। এই স্বীকৃতি আমাদের শান্তা এবং AWCH পরিবারের অটল অঙ্গীকার প্রতিফলিত করে ।