IWCH

নারী ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট (IWCH)

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল অত্র প্রতিষ্ঠানে ইনস্টিটিউট অব ওমেন এন্ড চাইল্ড হেলথ্ এর মাধ্যমে স্নাতকোত্তর দুইটি ডিপ্লোমা কোস চালানোর অনুমতি পেয়েছে। এই কোর্স দুটি হল ডিপ্লোমা ইন চাইল্ড হেল্থ (ডি সি এইচ) এবং ডিপ্লোমা ইন অবসটেট্রিক্স এন্ড গাইনিকোলজী (ডি জি ও)। এই কোর্স দুইটির মাধ্যমে অত্র প্রতিষ্ঠান ছাত্র/ছাত্রীদের উন্নতমানের প্রশিক্ষন দিয়ে তাদের দেশের স্বাস্থ্য সেবা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। উক্ত কোর্স দুইটির প্রথম ব্যাচের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং দ্বিতীয় ব্যাচটির নির্বাচিত শিক্ষার্থীগন আগামী জুলাই ২০২৩ এ অত্র প্রতিষ্ঠানে ক্লাস শুরু করবে। প্রতিটি ব্যাচে ডি সি এইচ কোর্সে তিন জন ছাত্র/ছাত্রী এবং ডি জি ও কোর্সে দুইজন ছাত্র/ছাত্রী থাকবে। অত্র প্রতিষ্ঠান ছাত্র/ছাত্রীদের উন্নত এবং আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো দেখুন

নিউজ ও ইভেন্টস

IWCH বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সচেতনতা বাড়ায়

০৭ ই ফেব্রুংয়ারী ২০২৩

bn_BDBN