ব্লাড ব্যাংক

ব্লাড ব্যাংক

আমাদের হাসপাতালে অনেক রোগীর রক্তের প্রয়োজন হয় এবং এ জন্য আমাদের রয়েছে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য ব্লাড ব্যাংক। সরাসরি রক্তদানকারীদের নিকট হতেই শুধু রক্ত গ্রহণ করা হয় এবং এ জন্য কোন রক্ত দাতাকে মুল্য পরিশোধ করা হয় না। রক্তদাতা এবং রক্ত গ্রহিতার জন্য বাধ্যতামূলক সংক্রামক ব্যাধির স্ক্রিনিংসহ সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্লাড ব্যাংকে ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় সংখ্যক স্টাফ রয়েছে।

উন্নতমানের নিরাপদ রক্ত সঞ্চালন প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ব্লাড ব্যাংক ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকে। রক্ত গ্রহীতার শরীরে যে কোন ভাবেই সংক্রামক ব্যধি সংক্রমিত না হয় এজন্য কঠোরভাবে রক্তদানকারীর রক্তের নিরাপত্তামূলক স্ক্রিনিং করানো হয়।

রক্ত দিতে চান? আমাদের সাথে যোগাযোগ করতে ক্লিক করুন-
ইমেইল: info@awchbd.org

অন্যান্য সেবা

আই সি ইউ/এইচ ডি ইউ

আমাদের ICU প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে যারা গুরুতর অবস্থায় আছে, যাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সহায়তার প্রয়োজন, অথবা ক্রমাগত নজরদারি ও যত্নের প্রয়োজন।

এন আই সি ইউ

গুরুতর অসুস্থ নবজাকতকদের চিকিৎসার জন্য এ হাসপাতালে আছে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত সুপরিসর এন অই সি ইউ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগনের রয়েছে উচ্চতর ডিগ্রী এবং দীর্ঘ দিনের বিদেশে স্বনামধন্য হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা। এখানকার অন্যান্য চিকিৎসক ও নার্সগণও বিশেষভাবে প্রশিক্ষিত।

শিশু বিকাশ কেন্দ্র

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ একটি সুসজ্জিত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে যা OPD ভিত্তিতে প্রয়োজন এমন রোগীদের জন্য উন্নয়নমূলক অক্ষমতা এবং স্নায়বিক প্রতিবন্ধকতার জন্য পরিষেবা প্রদান করে।

জরুরী বিভাগ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর জরুরী রোগীর ব্যবস্থাপনার জন্য আছে একটি সুপরিসর ইমার্জেন্সি বিভাগ যাতে রয়েছে সকল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি।

বর্হিবিভাগ (ওপিডি)

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর ওপিডি পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে

bn_BDBN