স্বেচ্ছাসেবক হন

স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করুন

রুগীর সেবা একটি মহৎ কাজ। আপনি যদি সেবা মনোভাবাপন্ন হয়ে থাকেন এবং একটি মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান তাহলে আমাদের হাসপতালে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করতে পারেন। রুগীদের প্রতি আপনার সেবা ও শ্রম আমাদের ডাক্তার ও নার্সদেরকে রুগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা দিতে সহায়তা করবে। আপনার দেয়া মূল্যবান সময় রুগীদের সুস্থ হয়ে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আমরা নিম্নলিখিত স্বেচ্ছাসেবকের কাজের সুযোগ দিয়ে থাকি। আপনি যে কোন একটি করতে পারেনঃ
  1. রুগী সহায়তাঃ রুগীকে সঙ্গ দেয়া এবং মানসিকভাবে সহয়তা করা।
  2. অভ্যর্থনা এবং ইনফর্মেশন ডেস্কঃ ভিজিটরদের অভ্যর্থনা জানানো, সহায়তা করা, প্রশ্নের উত্তর দেয়া, এবং রুগীদের পথ দেখানো।
  3. প্রশাসনিক সহায়তাঃ ফাইলিং, ডাটা এন্ট্রি এবং দাপ্তরিক কাজ করা।
  4. শিশু যত্ন সেবাঃ শিশুদের সঙ্গ দেয়া এবং তাদের সাখে খেলাধুলা করা ও তাদেরকে আনন্দ দেয়া।
  5. পথ দেখাতে সহায়তা করাঃ রুগী এবং রুগীদের ভিজিটরদের হাসপাাতালের বিভিন্ন বিভাগ এবং শাখা দেখিয়ে দেয়া।
 

আপনাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আমারা স্বাগত জানাই। আপনি আগ্রহী হলে আমাদের সাথে যোগযোগ করুন। info@awchbd.org

bn_BDBN