অনুদান করুন
আমাদের হাসপাতালে আর্থিক সামর্থ্য বিবেচনা করে রুগীদের চিকিৎসায় আমরা পার্থক্য করি না। আমাদের অনেক রুগী বা রুগীদের বাবা-মা আছেন যারা নিজেদের অথবা তাদের সন্তানদের চিকিৎসা করানোর ক্ষমতা রাখেন না। আমরা ঐ সকল রুগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে আমাদের সাধ্যমত চেষ্টা করে থাকি। আপনিও এসব রুগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার মত মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আপনার এ সহায়তা অসুস্থ রুগীদের যথাযথভঅবে স্বাস্থ্য পেতে অনবদ্য অবদান রাখতে পারে। আপনার আর্থিক সহায়তার পুরোটাই আমরা আর্থিকভাবে অস্বচ্ছল রুগীদের চিকিৎসা ব্যয়ে অথবা হাসপাতালের অতি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ক্রয়ে ব্যয় করে থাকি। আপনি একবারে অথবা মাসিক/ত্রৈমাসিক ভিত্তিতে দান করতে পারেন। সকলের সামান্য অবদান একত্রিত হয়ে বড় কিছু করতে সহায়তা করে।