আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল (AWCH) একটি সম্পূর্ণ অলাভজনক ও জনহিতকর প্রতিষ্ঠান। AWCH নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্ট এর অধীন পরিচালিত হয়। নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্ট এর উদ্দেশ্য হল নারী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর গুরুত্ব দিয়ে তাদের সার্বিক স্বাস্থ্য উন্নয়নে সহায়তা করা। অত্র প্রতিষ্ঠান বিনির্মান ও পরিচালনা পূর্বক অলাভজনক ভিত্তিতে নারী ও শিশুদের সেবা প্রদানের জন্য অনুদান সংগ্রহ ও ব্যবহার করা হয়।
অত্র ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আমাদের শর্তাবলীর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। আমাদের ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি সম্পূর্ণ শর্তাবলী মেনে নিচ্ছেন। আমাদের শর্তাবলীর কোন অংশে যদি আপনার অসম্মতি থাকে, আমাদের ওয়েবসাইটটি ব্যবহার না করার জন্য আপনার প্রতি অনুরোধ রইল।
- 1. CWCH ট্রাষ্ট, AWCH এবং আমাদের ওয়েবসাইটে উল্লেখিত অন্যান্য চিহ্ন আমাদের স্বতন্ত্র সম্পদ। CWCH / AWCH এর সুনাম ক্ষুন্ন অথবা আমাদের রোগী বা কোন অংশীদারদের মধ্য কোনরুপ বিভ্রান্তি তৈরি হয় এমন যে কোন কার্যকলাপ বা পন্য / সেবা বিক্রয়ে আমাদের স্বতন্ত্র চিহ্নের ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ।
- 2. আপনি আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটটি দেখতে পারেন এবং পেজ প্রিন্ট করতে পারেন তবে শর্ত থাকে যে,
- a. আমাদের ওয়েবসাইটের কোন তথ্য/ বিষয়বস্তু আপনি অন্য কোন ওয়েবসাইট অথবা কোন পাবলিক বা প্রাইভেট ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে পুনঃপ্রকাশ করতে পারবেন না।
- b. আমাদের অনুমোদন ব্যতীত আপনি আমাদের ওয়েবসাইটটি বা ওয়েবসাইটের কোন বিষয়াদি ব্যবসায়িক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ নকল, কপি, বিক্রয়, পুনঃবিক্রয়, অথবা অন্য কোনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না।
- 3. ওয়েবসাইটের কোন কোন অংশে আপনার প্রবেশাধিকার সীমিত করা হতে পারে। উক্ত সীমাবদ্ধতাকে আমরা ওয়েবসাইটের অন্যান্য অংশে বা সম্পূর্ন ওয়েবসাইটেই সম্প্রাসারনের অধিকার রাখি।
- 4. আমাদের ওয়েবসাইটের সংরক্ষিত অংশে প্রবেশের জন যদি আপনাকে কোন ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়, উক্ত আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংঘটিত যাবতীয় কাজের দায়িত্ব আপনি মেনে নিচ্ছেন।
- 5. আমাদের ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কিত কোন শর্তাবলী অথবা অন্য কোন চুক্তিবদ্ধ দায়িত্ব ভঙ্গ করলে আমরা আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড বাতিল করার অধিকার রাখি।
- 6. ভবিষ্যতে আমরা শর্তাবলীসমূহের সংশোধন, সংযোজন, বিযোজন করতে পারি। আপনি হালনাগাদ শর্তাবলীর সাথে পরিচিত থাকার জন্য নিয়মিত এই পেজটি ভিজিট করুন।
- 7. আমাদের গোপনীয়তা পলিসি ও রিফান্ড পলিসি সহকারে এখানে উল্লেখিত শর্তাবলীর আপনার এই ওয়েবসাইট ব্যবহারের নিমিত্তে আপনার সাথে আমাদের চুক্তি হিসেবে পরিগণিত হবে।