এই রমজানে, যাকাতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে
আপনার যাকাত দিন আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ।
সুস্বাস্থ্য আমাদের প্রথম মৌলিক অধিকার এবং সৃষ্টিকর্তা এটিকে সম্পদের চেয়েও বড় বলে উল্লেখ করেছেন। তাই আপনার যাকাত দান করুন সুবিধাবঞ্চিত রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল আপনার যাকাত ব্যয় করবে সেই সকল অসচ্ছল নারী ও শিশুদের জন্য, যাদের সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবার প্রয়োজন রয়েছে।
রমজান মাস হচ্ছে আত্ম-উপলব্ধির মাস, বাজে অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসগুলো আয়ত্তে আনার মাস এবং ইবাদত ও ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাস। তাই যাকাত প্রদানের সবচেয়ে ভালো সময়ও এই পবিত্র রমজান।
ইসলামিক পঞ্জিকার নবম মাস হলো রমজান। রমজানকে ইসলামে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসজুড়ে বিশ্বের মুসলমানরা রোজা রাখা, প্রার্থনা, আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজেদের নিয়োজিত রাখে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা, যা মুসলমানদের জন্য প্রার্থনার মূল ভিত্তি।
রমজান মাসে রোজা রাখা কেবল না খেয়ে থাকাকে বোঝায় না, এর সাথে প্রার্থনা করা, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং দান করাও জড়িত। এটি আত্ম ও সামাজিক উন্নয়নের সাথে সংযমের পবিত্র সময়।
সাদকাহ হলো স্বেচ্ছায়, যেকোনো সময়, যেকোনো পরিমাণে কিছু দান করা। যা কৃতজ্ঞতা, বিশুদ্ধতা ও উদারতা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও মৃত্যুর পরে দাতা উপকৃত হয়, তাই সাদকাহ আদায় করা পরকালের বিনিয়োগ হিসেবে কাজ করে। সাদকাহ আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের পাশাপাশি জান্নাতে উচ্চ মর্যাদা অর্জনের একটি উপায়।
রমজানে কোন ব্যক্তি যদি বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতার জন্য রোজা রাখতে অক্ষম হয়, তবে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে সে যেন প্রত্যেক দিন একজন গরিব মানুষের খাওয়ার বন্দোবস্ত করে।
নিসাব হচ্ছে সেই পরিমাণ সম্পদ, যা থাকলে একজন মুসলিম যাকাত প্রদান করতে বাধ্য থাকবে। যদি কারো সম্পদের পরিমাণ নিসাবের সমান কিংবা বেশি হয়, তবে তাকে তার সম্পদের কিছু অংশ (সাধারণত ২.৫%) অন্যের প্রয়োজনে সহায়তা করার জন্য দান করতে হয়।
রমজান মাস যাকাত আদায়ের সর্বোত্তম মাস। এই মাসে আপনার যাকাত প্রদান করুন আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিটি মানুষের আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তাই আমরা চেষ্টা করি যেকোনো উপায়ে সকলের চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের এই পথচলায় আপনিও যোগ দিন, আপনার অংশগ্রহণ আশার আলো হয়ে দেখা দিবে সুবিধাবঞ্চিত সকলের সামনে।
যাকাতের মাধ্যমে সম্পত্তি থেকে একটি অংশ দান করলে সম্পদ পরিশোধন হয়।
যাকাতের মাধ্যমে সম্পদের পুনঃবণ্টন ও অর্থনৈতিক ব্যবধান দূর হয়। যা ন্যায় প্রতিষ্ঠা করে।
যাকাত প্রদান ইসলামের একটি ভিত্তি। যার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়।
যে ব্যাক্তি- আল্লাহ তায়ালা, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি ইমান আনে এবং নিকটাত্মীয়, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে সম্পদ প্রদান করে সহায়তা করে এছাড়াও সালাত কায়েম করে, যাকাত দেয় এবং নিজের কথা রাখে, যারা ধৈর্যধারন করে কষ্ট ও দুর্দশার সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী। (সুরা বাকারা: ১৭৭)
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ আপনার দেওয়া যাকাত প্রদান করা হয় তাদেরকেই, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার দেওয়া যাকাতের অর্থ সন্তান প্রসবাগারের বিভিন্ন সুবিধা বাড়াতে, শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে, অপারেশন পরবর্তী সেবা উন্নয়ন ও অন্যান্য মেডিকেল সুবিধার কাজে ব্যবহৃত হয়ে থাকে।