এ ডব্লিউ সি এইচ এর এ্যানেসথেসিওলজি বিভাগে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ এ্যানেসথেসিওলজিষ্ট। যে সমস্ত রুগীদের শল্য চিকিৎসা করতে হবে তাদের নিরাপদ, কার্যকর, যথাসম্ভব আরামদায়ক এবং ব্যথা মুক্ত এ্যনেসথেসিয়া দিতে আমাদের বিশেষজ্ঞগণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশেষজ্ঞগণ রুগীর প্রয়োজনে জেনারেল, রিজিওনাল এবং লোকাল এ্যানেসথেসিয়া দিয়ে থাকেন। আমাদের হাসপাতালে দিনে-রাতে সর্বদা এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞগন উপস্থিত থাকেন, যাতে যে কোন জরুরী প্রয়োজনে সার্জারী সেবা প্রদান করতে পারেন।