এই হাসপাতালটি মা ও শিশুর স্বাস্থ্যের অবস্থার উন্নতির জন্য এবং দেশের স্বাস্থ্য পরিষেবায় কার্যকরভাবে অবদান রাখার বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করে।
গবেষণা কার্যক্রম:
১. অনাবশ্যক সিজারিয়ান ডেলিভারী কমাতে অডঈঐ বিল এন্ড মিলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের সাথে বিশেষ গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।
২. অতি সম্প্রতি অডঈঐ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত একটি আর্ন্তজাতিক গবেষণা কার্যক্রমের ট্রায়ালে অন্যতম প্রধান সহযোগী হিসেবে সংযুক্ত হয়েছে। এ গবেষণার উদ্দেশ্য হল প্রসবের পূর্বে মায়েদের করটিকোস্টিয়েড খাওয়ানো এবং অকাল নবজাতকের (ঢ়ৎবঃবৎস হবনিড়ৎহং) উপর তার কার্যকারিতা দেখা। এটি গবেষণার ৩য় পর্বের ট্রায়াল। এর পূর্বে গবেষণাটির ১ম পর্বের ট্রায়ালে অডঈঐ এর সহযোগী হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়। এ গবেষণা ট্রায়ালটি পরিচালনা করছে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব মেডিসিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩. শিশু ও গার্মেন্টস কর্মীদের যক্ষ্মা প্রতিরোধ, কিশোর স্বাস্থ্য সুরক্ষা, শৈশব স্থুলতা প্রতিরোধ এবং জরুরী প্রসূতি যত্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছে।