নিউজ ও ইভেন্টস

১৪ মে ২০২৫

'শিশুদের সাধারণ সার্জারী সমস্যা' শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার

গত ১৪ই মে ২০২৫ ইং তারিখে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে 'শিশুদের সাধারণ সার্জারী সমস্যা' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। শিশু সার্জারির কনসালটেন্ট ডাঃ জাহাঙ্গীর আলম একটি চমৎকার বক্তব্য উপস্থাপন করেন এবং পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। AWCH-এর সকল সিনিয়র কনসালটেন্ট এবং অন্যান্য চিকিৎসকগনসহ IWCH-এর ডিপ্লোমা শিক্ষার্থীরা সেশনে অংশগ্রহণ করেন।

bn_BDBN