নিউজ ও ইভেন্টস

১২ই মে ২০২৪

আন্তর্জাতিক নার্সেস দিবস -২০২৪

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ১২ই মে ২০২৪ ইং তারিখে আন্তর্জাতিক নার্সেস দিবস -২০২৪ বর্ণাঢ্যভাবে পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো " Our Nurses, Our Future “ The economic power of care “

এ উপলক্ষে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে:

১. র‍্যালিতে হাসপাতালের ডাক্তার/নার্স ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন

২. সেমিনার কক্ষে ফুল দিয়ে নার্সদের সংবর্ধনা জানানো হয়।

৩. নার্সিং বিভাগে কেক কাটা হয়।

৪. ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনের উপর আলোচনা করা হয়।

৫. নার্সিং বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

৬. সকল নার্সদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন।

bn_BDBN