ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা বিষয়ে রুগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের রয়েছে ১৬ জন উচ্চতর ডিগ্রীধারী ও বিশেষ দক্ষতা সম্পন্ন কনসালটেন্টসহ ৩৫ জনের একটি চিকিৎসক দল। আমাদের হাসপাতালে দিনে-রাতে সব সময় ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা বিষয়ের কনসালটেন্ট উপস্থিত থাকেন। অত্র হাসপাতালে আমরা উত্তম রোগ নির্নয়, চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনে অস্ত্রোপচার এবং পরামর্শ সেবা দিয়ে থাকি। আমারা উচ্চ ঝুঁকি গর্ভাবস্থার সঠিক ব্যবস্থাপনা, ডায়গনোস্টিক ল্যাপারোসকপি ও স্ত্রীরোগ সংক্রান্ত সকল ধরণের ল্যাপারোসকপিক সার্জারী করে থাকি। আমরা অনাবশ্যক সিজারিয়ান ডেলিভারী পরিহার করতে অগ্রণী ভুমিকা পালন করছি। আমরা স্বাভাবিক প্রসব করাতে সর্বাত্মক প্রচেষ্টা করে থাকি।
আমাদের কনসালটেন্টগণ বন্ধ্যাত্ব চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞ এবং রুগীর সার্বিক অবস্থা মূল্যায়ন করে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন। আমাদের হাসপাতালের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা বিভাগের কর্মকালীন প্রশিক্ষণ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক স্বীকৃত।