ফিজিওথেরাপি বিভাগ

ফিজিওথেরাপি বিভাগ

আমাদের শরীর হাড়, মাংস, কলা, রক্তনালী, তন্ত্র ইত্যাদি সমন্বয়ে গঠিত। বয়সজনিত কারণ এবং আঘাতপ্রাপ্তজনিত অসুস্থতা এ সব অঙ্গে অনেক সমস্যা সৃষ্টি করে।

ফিজিওথেরাপিষ্টের সাহায্যে এ সব সমস্যা দূর করে শরীরকে কর্মক্ষম রাখতে এবং সুস্থ জীবনধারায় (healthy lifestyle) থাকতে সাহায্য করে। এ হাসপাতালে উন্নত মানের ফিজিওথেরাপি সেবা দেয়া হয়।

আমরা নিম্নলিখিত সমস্যায় সেবা দিয়ে থাকিঃ

মাসকুলোস্কেলিটাল/অর্থোপেডিক কন্ডিশন

  1. ঘাড়ের ও কোমড়ের ব্যথা
  2. ফ্রোজেন সোল্ডার
  3. হাড়ের গাঁটে গাঁটে ব্যথা
  4. গাঁট-ফোলানো বাত
  5. মেরুদণ্ডের আর্থ্রাইটিস
  6. নরম টিস্যুর আঘাত
  7. জয়েন্ট ডিসলোকেশন
  8. খেলাধুলাজনিত আঘাত

অন্যান্য সেবা

আই সি ইউ/এইচ ডি ইউ

আমাদের ICU প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে যারা গুরুতর অবস্থায় আছে, যাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সহায়তার প্রয়োজন, অথবা ক্রমাগত নজরদারি ও যত্নের প্রয়োজন।

এন আই সি ইউ

গুরুতর অসুস্থ নবজাকতকদের চিকিৎসার জন্য এ হাসপাতালে আছে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত সুপরিসর এন অই সি ইউ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগনের রয়েছে উচ্চতর ডিগ্রী এবং দীর্ঘ দিনের বিদেশে স্বনামধন্য হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা। এখানকার অন্যান্য চিকিৎসক ও নার্সগণও বিশেষভাবে প্রশিক্ষিত।

শিশু বিকাশ কেন্দ্র

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ একটি সুসজ্জিত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে যা OPD ভিত্তিতে প্রয়োজন এমন রোগীদের জন্য উন্নয়নমূলক অক্ষমতা এবং স্নায়বিক প্রতিবন্ধকতার জন্য পরিষেবা প্রদান করে।

জরুরী বিভাগ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর জরুরী রোগীর ব্যবস্থাপনার জন্য আছে একটি সুপরিসর ইমার্জেন্সি বিভাগ যাতে রয়েছে সকল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি।

বর্হিবিভাগ (ওপিডি)

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর ওপিডি পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে

bn_BDBN