আমাদের শরীর হাড়, মাংস, কলা, রক্তনালী, তন্ত্র ইত্যাদি সমন্বয়ে গঠিত। বয়সজনিত কারণ এবং আঘাতপ্রাপ্তজনিত অসুস্থতা এ সব অঙ্গে অনেক সমস্যা সৃষ্টি করে।
ফিজিওথেরাপিষ্টের সাহায্যে এ সব সমস্যা দূর করে শরীরকে কর্মক্ষম রাখতে এবং সুস্থ জীবনধারায় (healthy lifestyle) থাকতে সাহায্য করে। এ হাসপাতালে উন্নত মানের ফিজিওথেরাপি সেবা দেয়া হয়।
আমরা নিম্নলিখিত সমস্যায় সেবা দিয়ে থাকিঃ
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এর অ্যানেস্থেসিওলজি বিভাগে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এ্যানেসথিসিওলজিস্টদের একটি দল রয়েছে। তারা অস্ত্রোপচারের প্রক্রিয়াধীন রোগীদের নিরাপদ এবং কার্যকর এ্যানেসথিসিয়া পরিষেবা প্রদানের জন্য নিবেদিত, তারা পুরো প্রক্রিয়া জুড়ে আরামদায়ক এবং ব্যথামুক্ত সেবা নিশ্চিত করে।