গত ১৭ নভেম্বর আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 'বিশ্ব প্রিম্যাচুরিটি ডে 2024' পালিত হয়েছে। সেমিনার কক্ষে 'পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া' শীর্ষক একটি বিশেষ বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয় এবং এরপর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর আলোচনা হয়।