গত ২৬ই অক্টোবর ২০২৫ ইং তারিখে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সেমিনার কক্ষে 'অকাল প্রসব'-এর উপর একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। IWCH-এর ৩ জন স্নাতকোত্তর শিক্ষার্থী [অবস এবং গাইনি] মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক এবং নার্সগন উপস্থিত ছিলেন।