গত ২১ই মে ২০২৫ ইং তারিখে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে 'হেমোডায়ালাইসিসের মৌলিক বিষয়' শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ মোহাম্মদ আব্দুল হামিদ, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি এন্ড মেডিসিন, AWCH একটি অসাধারণ প্রবন্ধ উপস্থাপনা করেন।
AWCH ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিসের জন্য চমৎকার সুযোগ-সুবিধা, যা খুবই কম খরচে অনেক দরিদ্র কিডনী ফেইলিউর রোগীদের জীবন বাঁচাতে প্রদান করা হয়, তা তুলে ধরেন AWCH এর সিইও ডাঃ দবির আহমেদ।