আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল' আজ ৮ই মার্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।দিবসটিতে হাসপাতালের ডাক্তার, নার্স সহ সকল শ্রেনীর মহিলাদের ফুল দিয়ে ও উত্তরীও পরিয়ে সম্মান জানানো হয়।অত:পর অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। দিনটির উল্লেখযোগ্য অংশ হিসাবে 'জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ' এর উপর বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
দিনটিতে এক ব্যতিক্রমি সম্মান প্রদর্শন করা হয় হাসপাতালের সবচেয়ে প্রবীন মহিলা কর্মী সেলিনা আক্তারকে (সিনিয়র প্যারামেডিক্স)। তিনি গত ১৯ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।অনুষ্ঠানে প্রায় সকলের অংশগ্রহনে কুইজ ও বিভিন্ন গেমস-এর আনন্দে সারাক্ষণই সেমিনার হলটি ছিল মুখরিত।সবশেষে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় সম্বলিত ব্যানারসহ সকলে মিলে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিন করেন।দিনব্যপি রঙিন পোষাকের বাহারি উৎসব শেষে সকলের মাঝে বিশেষ খাবার বক্স বিতরন করা হয়।