কোয়ালিটি কেয়ার নেটওয়ার্ক বাংলাদেশ (QCNB)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত ২৯শে নভেম্বর ২০২৫ইং তারিখে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল একটি দাতব্য, অলাভজনক প্রতিষ্ঠান—যা বিশেষ করে নারী ও শিশু সহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করে QCNB অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।
দেশের হাসপাতাল ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল আগামীতে QCNB-র সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।