আজ ২ই নভেম্বর ২০২৪ ইং তারিখে এডব্লিউসিএইচ-এ 'ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট অ্যাক্ট 2013 (বিএমএস অ্যাক্ট 2013)' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রেজেন্টেশনটি প্রদান করেন অধ্যাপক সুফিয়া খাতুন, একাডেমিক ডিরেক্টর এবং পেডিয়াট্রিক বিভাগের প্রধান, এডব্লিউসিএইচ। সেশনে বিভিন্ন বিভাগের পরামর্শক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন