আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল [AWCH] এর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ টিম ১১ই মে ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জেস্টোসিস সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অধ্যাপক ডাঃ ফেরদৌসী বেগম AWCH টিমের নেতৃত্ব দেন।
মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন এবং মর্যাদাপূর্ণ অধ্যাপক টি.এ. চৌধুরী পুরস্কার প্রাপ্তির জন্য ডাঃ আনজুমান আরা রিতাকে অভিনন্দন। তরুণ গবেষক পুরস্কারে ভূষিত হওয়ার জন্য আমরা ডাঃ জান্নাতুল ফেরদৌসকেও অভিনন্দন জানাই।