ফিজিওথেরাপি বিভাগ

ফিজিওথেরাপি বিভাগ

আমাদের শরীর হাড়, মাংস, কলা, রক্তনালী, তন্ত্র ইত্যাদি সমন্বয়ে গঠিত। বয়সজনিত কারন এবং আঘাতপ্রাপ্তজনিত অসুস্থতা এ সব অংঙ্গে অনেক সমস্যা সৃষ্টি করে। ফিজিওথেরাপিষ্টের সাহায্য এ সব সমস্যা দূর করে শরীরকে কর্মক্ষম রাখতে এবং সুস্থ জীবনধারায় থাকতে সাহায্য করে। এ হাসপাতালে উন্নত মানের ফিজিওথেরাপি সেবা দেয়া হয়।

আমরা নিম্মলিখিত সমস্যায় সেবা দিয়ে থাকিঃ


মাসকুলোস্কেলিটাল/অর্থোপেডিক কন্ডিশন


  • ঘাড়ের ও কোমড়ের ব্যাথা
  • ফ্রোজেন সোল্ডার
  • জয়েন্ট ডিসলোকেশন
  • খেলাধুলাজনিত আঘাত



স্নায়বিক অবস্থা


  • স্ট্রোক
  • মাথায় আঘাত
  • স্নায়ু ও স্পাইনাল কর্ড ইনজুরি



ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিষয়ক সমস্যা


  • প্রসুতিকালীন সময় বিবেচনায় প্রয়োজনীয় ব্যায়াম
  • প্রসব পরবর্তী ব্যায়াম যা মাকে পূর্বের গঠনে ফিরতে সাহায্য করে
  • গর্ভাবস্থাজনিত হাড় ও মাংসের ব্যাথা



ইলেকট্রোথেরাপি


  • এস ডব্লিউ ডি (সর্ট ওয়েভ ডায়াথার্মি)
  • আই এফ টি (ইন্টারফারেন্সিয়াল থেরাপি)
  • ইউ এস টি (আট্রাসনিক থেরাপি)
  • আই আর আর (ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি)
  • টি ই এন এস (ট্রান্সকিউটেনিয়াস ইকৈট্রক্যাল নার্ভ স্টিমুলেশন)
  • মাসল স্টিমুলেটর

বিজয় দাস

বি পি টি (ডিইউ-সি আর পি), এম পি এইচ (এ আই ইউ বি), এ সি এম টি (ভারত) মুলিগান (ভারত), এম ডি এম আর (বি ও ইউ)

কনসালটেন্ট এন্ড হেড

bn_BDBN