এ বিভাগ মানুষের হাড়, সন্ধি ও লিগামেন্ট (লড়রহঃ ধহফ ষরমধসবহঃ), টেন্ডন এবং মাংসের সমস্যা নিয়ে কাজ করে। এ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সড়ক দুর্ঘটনা, খেলা ধুলায় প্রাপ্ত আঘাত, সন্ধির (লড়রহঃ) বিভিন্ন সমস্যা, কোমড়ের ব্যথ্যা ইত্যাদি সমস্যার সার্জিক্যাল ও নন সার্জিক্যাল সমাধান দিয়ে থাকেন। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিশেষভাবে প্রশিক্ষিত।