ফার্মেসী

ফার্মেসী

আমাদের ফার্মেসী হতে রোগীদের ফার্মাসিউটিক্যাল সেবা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হলো রোগীর সর্বোচ্চ সুবিধা লাভের জন্য রোগী কেন্দ্রিক সেবা প্রদান করা। আমাদের ফার্মাস্টিগণ ঔষধ সেবন সংক্রান্ত সঠিক পরামর্শ দিনে-রাতে সব সময় দিয়ে থাকেন। দিনে-রাতে ২৪ ঘণ্টা আমাদের ফার্মেসী খোলা থাকে। আমাদের ফার্মেসীতে সর্বদা শীতাত নিয়ন্ত্রিত। অত্র ফার্মেসীতে সর্বদা গুনগত মান-সম্মত মেডিসিন রাখা হয়। ঔষধের সঠিকতা, সম্পূর্ণতা, নিরাপত্তা ইত্যাদি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনঃনিরীক্ষন করে রোগীকে ঔষধ সরবরাহ করেন।

অন্যান্য সেবা

আই সি ইউ/এইচ ডি ইউ

আমাদের ICU প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে যারা গুরুতর অবস্থায় আছে, যাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সহায়তার প্রয়োজন, অথবা ক্রমাগত নজরদারি ও যত্নের প্রয়োজন।

এন আই সি ইউ

গুরুতর অসুস্থ নবজাকতকদের চিকিৎসার জন্য এ হাসপাতালে আছে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত সুপরিসর এন অই সি ইউ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগনের রয়েছে উচ্চতর ডিগ্রী এবং দীর্ঘ দিনের বিদেশে স্বনামধন্য হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা। এখানকার অন্যান্য চিকিৎসক ও নার্সগণও বিশেষভাবে প্রশিক্ষিত।

শিশু বিকাশ কেন্দ্র

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ একটি সুসজ্জিত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে যা OPD ভিত্তিতে প্রয়োজন এমন রোগীদের জন্য উন্নয়নমূলক অক্ষমতা এবং স্নায়বিক প্রতিবন্ধকতার জন্য পরিষেবা প্রদান করে।

জরুরী বিভাগ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর জরুরী রোগীর ব্যবস্থাপনার জন্য আছে একটি সুপরিসর ইমার্জেন্সি বিভাগ যাতে রয়েছে সকল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি।

বর্হিবিভাগ (ওপিডি)

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর ওপিডি পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে

bn_BDBN