আমাদের ফার্মেসী হতে রোগীদের ফার্মাসিউটিক্যাল সেবা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হলো রোগীর সর্বোচ্চ সুবিধা লাভের জন্য রোগী কেন্দ্রিক সেবা প্রদান করা। আমাদের ফার্মাস্টিগণ ঔষধ সেবন সংক্রান্ত সঠিক পরামর্শ দিনে-রাতে সব সময় দিয়ে থাকেন। দিনে-রাতে ২৪ ঘণ্টা আমাদের ফার্মেসী খোলা থাকে। আমাদের ফার্মেসীতে সর্বদা শীতাত নিয়ন্ত্রিত। অত্র ফার্মেসীতে সর্বদা গুনগত মান-সম্মত মেডিসিন রাখা হয়। ঔষধের সঠিকতা, সম্পূর্ণতা, নিরাপত্তা ইত্যাদি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনঃনিরীক্ষন করে রোগীকে ঔষধ সরবরাহ করেন।