আমাদের ফার্মেসী হতে রোগীদের ফার্মাসিউটিক্যাল সেবা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হলো রোগীর সর্বোচ্চ সুবিধা লাভের জন্য রোগী কেন্দ্রিক সেবা প্রদান করা। আমাদের ফার্মাস্টিগণ ঔষধ সেবন সংক্রান্ত সঠিক পরামর্শ দিনে-রাতে সব সময় দিয়ে থাকেন। দিনে-রাতে ২৪ ঘণ্টা আমাদের ফার্মেসী খোলা থাকে। আমাদের ফার্মেসীতে সর্বদা শীতাত নিয়ন্ত্রিত। অত্র ফার্মেসীতে সর্বদা গুনগত মান-সম্মত মেডিসিন রাখা হয়। ঔষধের সঠিকতা, সম্পূর্ণতা, নিরাপত্তা ইত্যাদি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনঃনিরীক্ষন করে রোগীকে ঔষধ সরবরাহ করেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ শিশু বিকাশ কেন্দ্র। এ কেন্দ্রে শিশুদের বিকাশজনিত সমস্যা এবং বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসা প্রদান করা হয়। শিশু বিকাশ কেন্দ্র বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক, চাইল্ড সাইকোলোজিষ্ট ও ডেভিলপমেন্ট থেরাপিষ্ট দ্বারা পরিচালিত হয়। সেবাসমূহের মধ্যে রয়েছে বর্হিবিভাগ রোগীর নিউরো ডেভেলপমেন্টাল স্ক্রিনিং, স্নায়বিক রোগের চিকিৎসা এবং ফলোআপ।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এর অ্যানেস্থেসিওলজি বিভাগে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এ্যানেসথিসিওলজিস্টদের একটি দল রয়েছে। তারা অস্ত্রোপচারের প্রক্রিয়াধীন রোগীদের নিরাপদ এবং কার্যকর এ্যানেসথিসিয়া পরিষেবা প্রদানের জন্য নিবেদিত, তারা পুরো প্রক্রিয়া জুড়ে আরামদায়ক এবং ব্যথামুক্ত সেবা নিশ্চিত করে।