ল্যাবরেটরি পরিষেবা

ল্যাবরেটরি পরিষেবা

ভর্তি রোগী এবং বর্হিবিভাগ রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা এখানে সঠিকভাবে করা হয়। এই বিভাগে রয়েছে দক্ষ ও উচ্চতর ডিগ্রীধারী বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের যন্ত্রপাতী অত্যন্ত আধুনিক এবং কম্পিউটারইজড। আমাদের ল্যাবরেটরী ২৪ ঘন্টা খোলা থাকে।

অন্যান্য সেবা

আই সি ইউ/এইচ ডি ইউ

আমাদের ICU প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে যারা গুরুতর অবস্থায় আছে, যাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সহায়তার প্রয়োজন, অথবা ক্রমাগত নজরদারি ও যত্নের প্রয়োজন।

এন আই সি ইউ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (NICU) হল একটি অত্যাধুনিক সুবিধা যা অকাল এবং পূর্ণ-মেয়াদী শিশুদের গুরুতর যত্ন এবং সহায়তা প্রদান করে যাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়।

শিশু বিকাশ কেন্দ্র

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ শিশু বিকাশ কেন্দ্র। এ কেন্দ্রে শিশুদের বিকাশজনিত সমস্যা এবং বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসা প্রদান করা হয়। শিশু বিকাশ কেন্দ্র বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক, চাইল্ড সাইকোলোজিষ্ট ও ডেভিলপমেন্ট থেরাপিষ্ট দ্বারা পরিচালিত হয়। সেবাসমূহের মধ্যে রয়েছে বর্হিবিভাগ রোগীর নিউরো ডেভেলপমেন্টাল স্ক্রিনিং, স্নায়বিক রোগের চিকিৎসা এবং ফলোআপ।

জরুরী বিভাগ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল জরুরী রোগীর ব্যবস্থাপনার জন্য আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আছে একটি সুপরিসর ইমার্জেন্সি বিভাগ যাতে রয়েছে সকল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি।

বর্হিবিভাগ (ওপিডি)

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এর ওপিডি পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে

আল্ট্রাসনোগ্রাফী এবং এক্সরে

আমাদের রোগীদের জন্য একটি অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি বিভাগ দিতে পেরে আমরা গর্বিত। বিভাগটি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সরঞ্জামগুলি পরিচালনাকারী সোনোলজিস্টরা তাদের ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ।

এ্যানেসথিসিওলজি বিভাগ

আশুলিয়া নারী ও ‍শিশু হাসপাতাল-এর অ্যানেস্থেসিওলজি বিভাগে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এ্যানেসথিসিওলজিস্টদের একটি দল রয়েছে। তারা অস্ত্রোপচারের প্রক্রিয়াধীন রোগীদের নিরাপদ এবং কার্যকর এ্যানেসথিসিয়া পরিষেবা প্রদানের জন্য নিবেদিত, তারা পুরো প্রক্রিয়া জুড়ে আরামদায়ক এবং ব্যথামুক্ত সেবা নিশ্চিত করে।

টিকাদান কেন্দ্র

শিশু ও মায়েদের জন্য এখানে সপ্তাহের প্রতিদিন (সাপ্তাহিক ছুটি এবং সকল সরকারী ছুটির দিনসহ) সকাল ০৮.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। এখানে গড়ে প্রতিদিন প্রায় ১৫০ জন মা ও শিশুকে টিকা দেয়া হয়ে থাকে।

ফার্মেসী

আমাদের ফার্মেসী হতে রোগীদের ফার্মাসিউটিক্যাল সেবা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হলো রোগীর সর্বোচ্চ সুবিধা লাভের জন্য রোগী কেন্দ্রিক সেবা প্রদান করা।

পুষ্টি বিষয়ক সেবা

আমাদের পুষ্টিবিদ পুষ্টিহীনতাজনিত রোগীদের পুষ্টির মুল্যায়ণ, তা থেকে পরিত্রানের পরিকল্পনা এবং ব্যবস্থাপত্র দিয়ে সহায়তা করেন। আমরা মনে করি সার্বিকভাবে রোগের চিকিৎসা করাই সর্বোচ্চ পন্থা।

অগ্রগামী কার্যক্রম

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের নিম্নলিখিত ক্ষেত্রে অগ্রগামী কার্যক্রম পরিচালনার একটি অনন্য সংস্থা:

ব্লাড ব্যাংক

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল-এ আমাদের অনেক রোগীর ট্রান্সফিউশনের প্রয়োজন হয় এবং রোগীদের সবচেয়ে নিরাপদ রক্ত ​​সরবরাহ করার জন্য আমাদের একটি ব্লাড ব্যাঙ্ক ল্যাবরেটরি রয়েছে।

এ্যাম্বুলেন্স সার্ভিস

জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স সার্ভিসের প্রাপ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এ্যাম্বুলেন্স জরুরী রোগী পরিবহনে এবং রোগীর প্রয়োজনে উচ্চতর সেবার জন্য অন্য হাসপাতালে পরিবহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ফিজিওথেরাপি বিভাগ

আপনি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে উচ্চ মানের ফিজিওথেরাপি পরিষেবা পাবেন।

bn_BDBN